জুমবাংলা ডেস্ক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে ৬ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।
কেন বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রম?
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (CBS) আপগ্রেডেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকে আবেদন করে।
আবেদনে বলা হয়, ৯ জুন রাত ১২টা থেকে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৬ দিন সকল ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা অনুযায়ী এই আবেদনে সম্মতি প্রদান করা হয়েছে। এর ফলে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিম্নোক্ত সকল ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে:
শাখা ও উপশাখা কার্যক্রম
এজেন্ট ব্যাংকিং আউটলেট
ডেবিট কার্ড লেনদেন
এটিএম ও সিআরএম সার্ভিস
ইন্টারনেট ব্যাংকিং
সুইফট (SWIFT) সেবা
নির্দেশনা সকল তফসিলি ব্যাংকে
এ বিষয়ে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।