সোয়াদ সাদমান : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ন্যায় শাহ আমানত হলে বিদ্যুৎ ভোল্টেজ বারবার উঠানামা করায় শিক্ষার্থীরা ভোগান্তির মুখে পড়েছেন। দীর্ঘদিন ধরেই এই সমস্যার কারণে শিক্ষার্থীদের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন টেবিল ফ্যান, মোবাইল ফোনের চার্জার এবং মাল্টিপ্লাগ নষ্ট হয়ে যাচ্ছে বলে শিক্ষার্থীদের থেকে অভিযোগ পাওয়া গেছে।
একই সাথে হল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিনা অনুমতিতে হলের অনেক শিক্ষার্থী বৈদ্যুতিক চুলা, কেতলি ও হিটার চালাচ্ছেন যার ফলে হলের বৈদ্যুতিক লাইনে মাত্র অতিরিক্ত চাপের ফলেও সৃষ্টি হচ্ছে এই সমস্যা।
শিক্ষার্থীরা জানান, বিশেষ করে গ্রীষ্মকালে এই সমস্যার উপদ্রব হয়। ভোল্টেজ কম থাকায় রুমে থাকা কষ্টকর হয়ে উঠেছে। অনেক সময় চার্জ দিতে না পারায় ফোন ব্যবহারে সমস্যা হয়, আবার ফ্যান ঠিকভাবে না চলায় প্রচণ্ড গরমে পড়াশোনাও ব্যাহত হচ্ছে।
শাহ আমানত হলের আবাসিক শিক্ষার্থী আবরার আহাদ রাফি বলেন, প্রায়ই ভোল্টেজ এত কম থাকে যে ফ্যান ঘোরে না। মোবাইল চার্জে দিলেও চার্জ হয় না। কয়েকবার চার্জারও পুড়ে গেছে। এই অবস্থায় হলে থাকা দিন দিন অসহ্য হয়ে উঠছে।
এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে চবির শাহ আমানত হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, প্রায় সব হলেই একই সমস্যা হচ্ছে। এটা আমাদের হলের ইন্টারনাল কোন সমস্যা নয়। হলের সাথে সংযোগ মূল বৈদ্যুতিক লাইন থেকে সমস্যাটি হচ্ছে। এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে এটা নিয়ে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, হলে বিনা অনুমতিতে বৈদ্যুতিক চুলা হিটার ব্যবহার রোধে হলে থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। এরপরও যারা ব্যবহার করে তারা ধরা পরলে হল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।