সোয়াদ সাদমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ৭ এপ্রিল, সোমবার এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠন ‘মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচি সকাল ১১টায় জিরো পয়েন্টে শুরু হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটোয়ারী, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আল আমিন, প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল মান্নানসহ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, “গাজায় প্রতিদিন যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলছে, তা শুধু ফিলিস্তিনিদের উপর নয়, বরং গোটা মানবজাতির বিবেকের উপর নির্মম আঘাত। শিশু, নারী ও নিরস্ত্র সাধারণ মানুষের উপর বিমান হামলা ও বোমা বর্ষণ মানবতা ও সভ্যতার জন্য একটি লজ্জাজনক অধ্যায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই অপরাধকে আরও উৎসাহিত করছে।”
সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফিলিস্তিনের জাতীয় পতাকা ও নানা প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে গাজার নিরীহ মানুষের ওপর হামলার প্রতিবাদ জানান। ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন স্লোগানে মুখর ছিল সমাবেশস্থল।
শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে সংক্ষিপ্ত মানববন্ধনের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।