আজ থেকে দেশে চালু হলো মোবাইল ডাটার আনলিমিটেড মেয়াদ। গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক গ্রাহকরা মোবাইলের মেয়াদহীন ডাটা প্যাকেজ কেনার সুযোগ পাবেন। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বা বিটিআরসি আনলিমিটেড ডাটা প্যাকেজ ঘোষণা করেছে।
আনলিমিটেড ডাটা প্যাকেজ ঘোষণার পর থেকেই আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে। অনেকেই মনে করছেন, এই ডাটা প্যাকেজ গ্রাহকের স্বার্থে করা হয়নি। এই ব্যাপারে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, সুকৌশলে আনলিমিটেড প্যাকেজের নামে ডাটার মূল্য বৃদ্ধি করা হয়েছে।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আনলিমিটেড ডাটা প্যাকেজ ঘোষণার মাধ্যমে নিয়ন্ত্রণ সংস্থা জনগণের সাথে উপহাস করল। ডাটা ফেরত দেওয়া সংক্রান্ত আমাদের দাবির সাথে তাল মিলাতে গিয়ে স্বয়ং মন্ত্রী এবং নিয়ন্ত্রণ সংস্থা অপারেটরদের তোপের মুখে পড়ে। আমাদের ধারণা, অপারেটরদের সেই ক্ষতি পুষিয়ে দিতেই আনলিমিটেডের নাম দিয়ে এবং জনগণকে সুবিধা দেওয়ার কথা বলে প্রকারান্তরে ডাটার মূল্য দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করেছে। যা এক ধরনের জনগণের সাথে প্রহসন ছাড়া কিছুই না।
তিনি আরও বলেন, দেশের মোট গ্রাহকের ৮০ শতাংশ সাধারণ গ্রাহক সেখানে বর্তমান প্যাকেজ যা কিনা কর্পোরেট ব্যক্তিরা ব্যবহার করতে পারে, সে ধরনের উচ্চমূল্যের প্যাকেজ সকলের জন্য দেওয়া হয়েছে। যা সবার ব্যবহার উপযোগী নয় জানা সত্ত্বেও এ ধরনের প্যাকেজ উদ্বোধন করা অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি, গ্রাহক প্রতিনিধিসহ অন্যান্য সকল স্টেকহোল্ডার এবং গণমাধ্যম ব্যক্তিদের সমন্বয়ে মূল্য নির্ধারণ করে বর্তমান প্যাকেজ বাতিল করে পুনরায় নতুন প্যাকেজ ঘোষণা করা হোক। অপারেটর, গ্রাহক ও রাষ্ট্র এই তিন স্বার্থকেই বিবেচনায় নিতে হবে।
উল্লেখ্য, শুরুতে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি এবং ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কেনা যাবে। এছাড়া রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে। আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।