উন্মোচন করা হলো সবচেয়ে বড় ব্যাটারির ফোন ওকিটেল ডব্লিউপি১৯

ওকিটেল ডব্লিউপি১৯

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বৈশ্বিকভাবে উন্মোচন হয়েছে সবচেয়ে বড় ব্যাটারির ফোন ওকিটেল ডব্লিউপি১৯। ২৬ আগস্ট নাগাদ বিশেষ এক অফারে আলিএক্সপ্রেসে ২৫৯ দশমিক ৯৯ ডলারে বিক্রি হয়েছে মজবুত গঠনের এ ফোন।

ওকিটেল ডব্লিউপি১৯

উন্মোচনের আগে থেকেই সর্বসাধারণে সাড়া ফেলেছে ফোনটি। ওকিটেল১৯ ফোনটির বড় চমক এর ২১ হাজার এমএএইচের ব্যাটারি। একবার চার্জে পুরো এক সপ্তাহ ব্যবহার করা যাবে। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জে সময় লাগবে ৩ ঘণ্টা। রিভার্স চার্জিং প্রযুক্তির কারণে ফোনটিকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে। এ ধরনের অন্যান্য ফোনের চেয়ে ওকিটেলের পার্থক্য হলো ব্যাটারিতে জোর দিতে গিয়ে ক্যামেরায় ছাড় দেয়া হয়নি।

স্মার্টফোনটির পেছনে এর প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর। স্যামসাংয়ের তৈরি এ সেন্সরে রয়েছে এফ/১.৭৯ অ্যাপারচার। এছাড়া ২০ মেগাপিক্সেলের সনি নাইট ভিশন সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ব্যবহার হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। নাইট ভিশন ক্যামেরা থাকায় বেড়াতে গিয়ে রাতের ছবি ও ভিডিও করা যাবে।

মিডিয়াটেক হেলিও জি৯৫ চিপসেট ব্যবহার করা হয়েছে ওকিটেল ডব্লিউপি১৯ সেটটিতে। এতে রয়েছে ওয়াটার রেসিস্ট্যান্ট আইপি৬৮ ও আইপি৬৯কে রেটিং। অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি। এতে ৬.৭৮ ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে থাকছে। ফোনটির রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ২৫৬ জিবির বিশাল স্টোরেজ থাকছে এতে। সঙ্গে থাকছে ৮ জিবি র?্যাম।

কানেক্টিভিটির জন্য এ ফোনে রয়েছে ফোরজি, ব্লুটুথ ভি৫, জিপিএস, ৩.৫এমএম অডিও জ্যাক, গ্লোনাস, গ্যালিলিও এবং একটি ইউএসবি টাইপ সি পোর্ট। তবে ফাইভজি সাপোর্ট মিলবে না এতে। বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য এ ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।

জানুয়ারি বানান করে বলতে পারলেন না শিক্ষিকা, তুমুল ভিডিও ভাইরাল

পানি ও ঘাম থেকে ফোনকে রক্ষা করতে থাকছে আইপিএক্স৪ সার্টিফিকেশন। বেশি তাপমাত্রা ও চাপে ফোনকে সুরক্ষিত রাখতে থাকছে আইপি৬৯কে সার্টিফিকেশন।