উন্মুক্ত নাভির সাথে উঁকি দিচ্ছে ক্লিভেজ, পুরুষ ভক্তদের ঘুম কাড়লেন দিশা

দিশা

বিনোদন ডেস্ক : বড় পর্দায় রিলিজ হয়েছিলো ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমাটি। প্রথম সিকোয়ালের ৮ বছর পরে আবারো পরিচালক মোহিত সুরি এই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। তবে প্রথমের সাথে যদিও এই সিনেমার কোনো সম্পর্ক নেই। এই সিনেমায় অভিনয় করছেন দিশা পাটানি।

দিশা

সেখানেই তাকে আপাদমস্তক দেখা গেল কালো পোশাকে। নুডলস স্ট্রাপ্ হল্টার শেপ কালো টপ ও কালো প্যান্ট পরেছিলেন তিনি। সাথেই ডিপ নেক হবার কারণে তার ক্লিভেজ সম্পূর্ণ স্পষ্ট।

দিশা

টোনড জিরো ফিগার, খোলা চুল ও ন্যুড মেকআপের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে। দিশা বেশ অনেক দিন পরেই আবারো বড় পর্দায় সাথেই বিগ বাজেট সিনেমায় দেখা মিলছে।

দুর্ধর্ষ ডিজাইনের সঙ্গে কিলার লুক নিয়ে বাজারে আসলো রিয়েলমির নতুন স্মার্টফোন

অনুষ্ঠানে শুধু দিশা নয় উপস্থিত ছিলেন সিনেমার অন্য কলাকুশলীরাও। অভিনেতা জন আব্রাহাম, তারা সুতারিয়া ও অর্জুন কাপুর উপস্থিত ছিলেন একই মঞ্চে। তবে সবার মধ্যে দিয়েই যে দিশা সব লাইম লাইট কেড়ে নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।