উন্নত দেশগুলো বড় বড় কথা বলে কিন্তু টাকা দেয় না : পরিবেশ উপদেষ্টা

Upodastha

জুমবাংলা ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশগুলোকে যে পরিমাণ টাকা দেওয়ার কথা উন্নত দেশুগলো তার ধারের কাছেও যায় না।

Upodastha

তিনি বলেন, তারা কেবল সম্মেলনে যায় এবং বড় বড় কথা বলে কিন্তু টাকা দেয় না। তবে সুইডেনসহ কিছু দেশ এর ব্যতিক্রমও রয়েছে।

রবিবার (৬ অক্টোবর) রাজধানীর মহাখালীর ব্রাক সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা না করা গেলে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে ঝুঁকি বাড়বে।

তিনি বলেন, সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হচ্ছে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনও একটি কারণ। অনেক বাঁধ পরিত্যক্ত অবস্থায় আছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উজান এবং ভাটির দেশকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধানের জন্য এই সরকার সার্বিকভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের পেছনে মানুষ দায়ী। কারণ, এমন কিছু কিছু কাজকে আমরা উন্নয়ন মনে করি যা প্রতিনিয়তই পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা মাটির নিচ থেকে তেল-কয়লা তুলছি, গাছ কেটে ফেলছি।

বাড়ির সব ইঁদুর দূর করুন ৪টি উপায়ে

দেশের সাম্প্রতিক বন্যার বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, বেশিরভাগ খাল-বিল ভরাট করার কারণে নোয়াখালীতে সাস্প্রতিক বন্যার পর পানি নামতে পারছে না। বন্যা থেমে গেলেও পানি নামেনি।