জুমবাংলা ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী ইউএনও’র নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আব্দুল কাদের জিলানী ও হারুন অর রশিদ নামে দুই ব্যক্তি। তারা দু’জনেই বালু মহাল ইজারাদার। ঐ সংবাদ সম্মেলন বন্ধ করতে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
এসময় ইজারাদারকে তুলে আনতে গিয়ে সংবাদকর্মীদের তোপের মুখে পড়ে দ্রুত ঘটনাস্থল থেকে ফিরে আসেন ইউএনও। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ী শহরের উত্তর গড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
বালু মহাল ইজারাদার আব্দুল কাদের জিলানি ও হারুনুর রশিদের অভিযোগ, নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা নিজে লাভবান হওয়ার জন্য নিয়মবহির্ভূতভাবে ইজারার স্থানে মোবাইল কোর্ট করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনে বাধা সৃষ্টি করে আসছেন। এছাড়াও তাদের অভিযোগ নিলামে জব্দকৃত বালু জেলা প্রশাসন থেকে নিলাম কমিটি গঠনের আগেই এবং উপজেলা প্রকৌশলীর বালুর মূল্য সংক্রান্ত লিখিত মতামত উপেক্ষা করে তড়িঘড়ি করে ৬ কোটি টাকার বালু মাত্র ৯৪ লাখ টাকায় বিক্রি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।