সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ শহরের শহিদ রফিক সড়কের মাঝে উল্টোপথে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগের সরকারি গাড়ি পার্কিং করে রাখায় শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার সন্ধ্যায় ইফতার পরবর্তী সময়ে শহরের শহিদ রফিক সড়কের ইসলামী ব্যাংকের সামনে পৌর হকার বাজারের গেটে গাড়িটি (মানিকগঞ্জ-হ-১১-০০২৮) পার্কিং করে রাখা হয়। এতে দুই পাশেই হ্যালোবাইক-রিকশার দীর্ঘ সাড়ি হয়ে যায়।
শহরের মাঝখানে রাস্তার উল্টোপথে পার্কিং করার কারণ জানতে চাইলে ইওএনও’র গাড়িচালক কামাল বলেন, কিছুক্ষণ আগেই স্যার গাড়ি রেখে একটু কেনাকাটা করতে গেছেন। এখনই এসে পড়বেন।
এর কিছুক্ষণ পর ছবি ও ভিডিও করার বিষয়টি টের তড়িঘরি করে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যান ইউএনও মো. কামরুল হাসান সোহাগ।
রিকশাচালক লিটন বলেন, বিপদ-আপদে বা জরুরি সময় আমাদের রিকশা নিয়ে উল্টো দিকে যেতে দেয় না। আমরা উল্টো পথে গেলেই পুলিশ গাড়ি জব্দ করে এবং মামলার ভয় দেখায়। অথচ সরকারি কর্মকর্তা হয়ে তারা নিজেরাই আইন মানে না।
সুজন মিয়া নামের এক পথচারী বলেন, মানিকগঞ্জ ছোট্ট একটা শহর। শহরের মূল সড়ক একেবারেই চাপা। স্বাভাবিকভাবে যেসব গাড়ি চলে সেগুলোর ভিড়েই চলাচল করা কষ্ট, এর মধ্যে বড় গাড়ি উল্টো পথে আসলে ভোগান্তি আরো বেড়ে যায়।
বিষয় নিয়ে মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল হামিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইফতার শেষে নামাজ আদায়ের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘটনাস্থলে গিয়ে আমার গাড়িটি পাইনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।