জুমবাংলা ডেস্ক : হিলি বাজারে অসময়ের আম কাটিমন। এসব আম আসছে নওগাঁর সাপাহার থেকে। বাগানে প্রতি কেজি আম ২০০ টাকায় কিনে এখানে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়।
হিলি বাজারে প্রবেশ করতেই ফলের দোকানে চোখ পড়ল ফলের একটি দোকানে ঢালিতে সাজিয়ে রাখা আমের ওপর। অনেকেই ফল কিনছেন তার পাশাপাশি কেউ আমের দাম করছেন কেউবা আম কিনছেন।
আমের বিষয়ে কথা হয় ফল বিক্রেতা নেপাল মালির সঙ্গে। জানতে চাইলে তিনি বলেন, আমের মৌসুম শেষ। নতুন মৌসুমের আম বাজারে আসতে এখনও বেশ অনেক দেরি। তবে এখন যে আমগুলো বাজারে আসছে সেটা হচ্ছে অসময়ের কাটিমন আম। এগুলি নওগাঁ জেলার সাপাহার এলাকায় কিছু সৌখিন বাগান মালিকদের বাগান থেকে আসছে, যারা ফুলের টবে এই আম গাছ লাগিয়েছেন। সেই গাছগুলো থেকেই এখন তারা আম পাড়া শুরু করেছেন। বাগানে প্রতি কেজি আম ২০০ টাকা দরে কিনে ২২০ টাকা থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি করছি।
কথা হয় ইউসুফ আলী একজন ক্রেতার সঙ্গে। জানতে চাইলে তিনি বলেন, বাজারে আসছি কিছু ফল নিব, আত্মীয়ের বাসায় যাব। বাজারে আম উঠছে বেশ ভালো লাগলো ২৩০ টাকা কেজি দরে দুই কেজি আম কিনলাম।
আরেকজন বলেন, বাজারে নতুন আম দেখে এক কেজি কিনলাম। এক পিস খাইলাম। কিন্তু স্বাদ মৌসুমের আমের স্বাদ থেকে একটু আলাদা। তারপরও নিলাম বাচ্চাদের খাওয়াবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।