বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অধিকাংশ সময় জিমেইলের ইনবক্স অপ্রয়োজনীয় মেইলে ভরে যায়। প্রতিদিন একের পর এক মেইল এসে ক্রমশ শেষ হতে থাকে স্টোরেজ। গুগল প্রতি জিমেইল অ্যাকাউন্টে ১৫জিবি স্টোরেজ ফ্রি দেয়। তাই অপ্রয়োজনীয় ইমেইল ডিলিট করতে হয়। তবে ডিলিটেই এই সমস্যার সমাধান হয় না। আবার আসতে শুরু করে মেইল। এজন্য যে ওয়েবসাইট থেকে মেইল আসছে সেখান থেকে জিমেইল অ্যাকাউন্ট আনসাবস্ক্রাইব করতে হবে।
অপ্রয়োজনীয় মেইল আনসাবস্ক্রাইবের প্রথম উপায়
* যে ইমেইল আনসাবস্ক্রাইব করতে চান সেটি ওপেন করুন।
* এবার মেইলের একদম নিচে স্ক্রল করে একটি ‘Unsubscribe’ অপশন দেখতে পাবেন।
* সেখানে ক্লিক করে কনফার্ম অপশনে ট্যাপ করুন।
অপ্রয়োজনীয় মেইল আনসাবস্ক্রাইবের দ্বিতীয় উপায়
* এই উপায়ে জিমেইল আনসাবস্ক্রাইব ফিচার ব্যবহার করতে পারেন।
* প্রথমে জিমেইল ওপেন করে সার্চ বক্সে গিয়ে টাইপ করুন ‘Unsubscribe’।
* এবার সমস্ত স্প্যাম এবং প্রমোশনাল মেইল চলে আসবে স্ক্রিনে।
* এরপর ওপরে থ্রি ডটে ক্লিক করে ‘Delete All’ অপশনে ট্যাপ করতে হবে।
লিঙ্গ পরিবর্তনের লড়াইয়ে আরও একধাপ এগোলেন বুদ্ধদেবের সন্তান, পেলেন ‘ট্রান্সজেন্ডার’ পরিচয়পত্র
অপ্রয়োজনীয় মেইল আনসাবস্ক্রাইব করার সুবিধা
* অপ্রয়োজনীয় মেইল আনসাবস্ক্রাইব করলে গুগলের দেওয়া ১৫জিবি স্টোরেজ সহজে শেষ হবে না।
* ভুয়া স্প্যাম ইমেইল থেকে বাঁচবেন।
* যে ইমেইলগুলো প্রয়োজনীয় তা দ্রুত খুঁজে পাবেন।
* জিমেইলের সঙ্গে অনেক সময় পিডিএফ ফাইল ও ছবি থাকে। ফলে আনসাবস্ক্রাইব করলে ফোনের স্টোরেজ শেষ হবে না।
* ডিলিট করলে আবারও মেইল আসে। তাই আনসাবস্ক্রাইব করে দিলে অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।