গরু-ভেড়া ও হাঁসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন

জুমবাংলা ডেস্ক : নিজস্ব সক্ষমতায় প্রথমবার মুন্সিগঞ্জ ক্যাটেল জাতের গরু, দেশি প্রজাতির ভেড়া ও হাঁসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে বাংলাদেশে।

বৃহস্পতিবার সকালে সাভারে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে এক সংবাদ সংম্মেলনে দেশি বিজ্ঞানীদের এই সফলতার খবর দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এর মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতে সুনির্দিষ্ট উপায়ে গবাদি পশুর প্রজনন, মাংস ও দুধের উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিমানের উন্নয়নসহ জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে বলেও জানান মন্ত্রী।

জীবপ্রযুক্তি বিষয়ে দেশের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান সেন্টার ফর নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং অ্যান্ড এনালাইটিকস- এনআইবিতে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সলিমুল্লাহর তত্ত্বাবধানে গবেষণা দলে যুক্ত ছিলেনব বিজ্ঞানী কেশব চন্দ্র দাস, ডক্টর নুসরাত জাহান. ডক্টর আঞ্জুমান আরা ভূইয়া, ডক্টর ইউএস মাহজাবিন আমিনসহ অন্যরা।