জুমবাংলা ডেস্ক : আর্থিক অনিয়ম, সাধারণ মানুষকে হয়রানি ও ছাত্র আন্দোলনের বিপক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব উপ-সচিব পলি কর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।ইউনিয়ন পরিষদের কর্মচারী ব্যতিত অন্য মানুষ দ্বারা কার্য সম্পাদন, আর্থিক অনিয়ম, সাধারণ মানুষকে হয়রানি ও ছাত্র আন্দোলনের বিপক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
এছাড়া ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন এর বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।
হাতের ঘড়ি দিয়ে আনলক হবে এই ই-স্কুটার, হইচই ফেলে দিল টিভিএস
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) ও (ঘ) ধারায় বর্ণিত অপরাধে একই আইনের ৩৪ (১) ধারা অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।