জুমবাংলা ডেস্ক : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার সৈয়দপাড়া নামক গ্রামের ভেতরের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
গদখালি ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম রিপার বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের ন্যায় ভোরে ঘুম থেকে উঠে মর্নিং ওয়ার্ক করতে বের হন। সকালে তিনি বাসা থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে মর্নিং ওয়াক করে বাজারের দিকে আসছিলেন।
এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
তিনি বলেন, কোন ট্রেনে এ দূর্ঘটনাটি ঘটেছে তা কেউই বলতে পারছেন না। অনুমান ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এতো সকালে সাধারণত মালবাহী ট্রেন যায়। মালবাহী ট্রেনে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি।
এ বিষয়ে আরও জানতে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত’র মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।