মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। এরপর নাটকে অভিনয় করে দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেন । সম্প্রতি ওমরাহ পালন করে এসে বোরকা এবং হিজাব পরতে শুরু করেছেন তিনি। এমনকী বলেছিলেন অভিনয়ও ছেড়ে দেবেন, তবে অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি।
বর্তমানে বোরকা এবং হিজাব পরিধান করে ধর্মীয় অনুশাসন মেনে চলতে দেখা যায় অহনাকে। তবে অভিনয়ও জারি রেখেছেন এ অভিনেত্রী, যা ঘিরে প্রায় সময়ই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। অনেকেই প্রশ্ন তোলেন, ধর্মীয় চেতনা থাকলে কেন এখনো অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি?
সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিতর্কের জবাবে অহনা জানান, অভিনয় বাদে উপার্জনের জন্য অন্য কোনো মাধ্যম থাকলে শোবিজাঙ্গন ছেড়ে দিতেন তিনি।
অহনা বলেন, ‘ইনকাম সোর্সের এই মুহূর্তে অন্য কোনো পথ থাকলে আমি সেখানেই যেতাম। কিন্তু নাই, এজন্য আমাকে কাজ করতে হচ্ছে। কারণ বসে থাকলে রাজার সম্পত্তিও ফুরিয়ে যায়।’
এসময় সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘আপনাদের যদি মনে হয়, সিমপ্যথির জন্য মাথায় কাপড় দিচ্ছি, এসব বলছি…..এতে আপনাদের যদি দয়া হয়, খুব কষ্ট লাগে, তাহলে আমার মাসিক খরচটা আপনারা এসে দিয়ে যাইয়েন। এখানে টিভি চ্যানেলের বিকাশ নাম্বার আছে, সেখানে এসে দিয়ে যাইয়েন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।