উপস মুহূর্তের শিকার শাহরুখপত্নী গৌরী খান, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক : বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এই বলি টাউনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অভিনেতা হলেন শাহরুখ খান।

শাহরুখপত্নী গৌরী

রোমান্স কিং, শাহরুখকে চেনেন না এমন মানুষ হয়তো ভারত ভূখণ্ডে নেয়। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও এই তারকার জনপ্রিয়তা কম নেই। একাধিক হিন্দি সিনেমাতে অসাধারণ সুন্দর অভিনয় করে লাখ লাখ মানুষের কাছে শাহরুখ খান থেকে কিং খান হয়ে উঠেছেন তিনি।

শাহরুখ খানের ফ্যান ফলোইং সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও এই অভিনেতার ফ্যান ফলোয়ার অনেক। বিশেষ করে মেয়েরা এই অভিনেতার রোম্যান্সের জাদুতে পাগল হয়ে যান। তবে অভিনেতা তার স্ত্রী গৌরী খানের সাথে জীবন কাটাচ্ছেন বেশ সুখেই।

শাহরুখ খান এবং গৌরী খান দুজনে ১৯৫১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেছিলেন। সর্বদাই পাপ্পারাজিদের লেন্সের নজরে থাকেন এই তারকা। সম্প্রতি এর জন্যই উপস মোমেন্টের শিকার হয়েছেন গৌরী খান।

সেলফি প্রেমীদের জন্য বড় সুখবর দিলো অপো

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে যে গৌরী খান একটি ঢিলেঢালা পোশাক পরে আছেন এবং উপরে একটি জ্যাকেট পরেছেন। গৌরী খান যখন তার গাড়ির দিকে এগিয়ে যায়, তার জ্যাকেট রাস্তার খুঁটিতে আটকে যায়। এই ঘটনা দেখে গৌরী খান নিজে এবং তার বন্ধুরাও হাসেন। এই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপ্পারাজিরা। এই ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে।