বিনোদন ডেস্ক : উর্বশী রাউতেলাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চার যেন শেষ নেই। বিভিন্ন সময়েই সমালোচনার মুখে পড়তে দেখা গেছে এই বলিউড অভিনেত্রীকে। সম্প্রতি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উর্বশী। বিশেষ করে তাঁর পোশাক ঘিরে নেটদুনিয়ায় চলছে ট্রলের ঝড়।
এবার কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হাঁটার সময় উর্বশী পরেছিলেন একটি ফুলহাতা ক্রু নেকলাইন কালো গাউন। এই গাউনে ছিল কর্সেটেড বডিস, সিঞ্চড বেলিলাইন, সিল্কের স্তরযুক্ত একটি প্লিটেড বিশাল স্কার্ট এবং পেছনে একটি ট্রেন। এর সঙ্গে মিলিয়ে পরেছিলেন পান্না-কাট কানের দুল ও গোলাপি রঙের একটি ক্লাচ।
তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে উর্বশীর গাউনের বগলের অংশে থাকা একটি ছিদ্র। রেড কার্পেটে হাঁটার সময় ক্যামেরার দিকে তাকিয়ে হাত নেড়েছিলেন তিনি। আর সেখানেই স্পষ্ট দেখা যায় জামার বগলের অংশটি ছেঁড়া। যা সহজেই উপস্থিত সবার নজরে পড়ে এবং মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
উৎসবের ‘এজেন্টে সিক্রেট’ (ল’এজেন্ট সিক্রেট / দ্য সিক্রেট এজেন্ট) ছবির স্ক্রিনিংয়ে অংশ নিতে গিয়েছিলেন উর্বশী রাউতেলা। তাঁর রেড কার্পেটের ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার)-এ। যেখানে দেখা যায় তিনি একটি কালো সিল্ক টাফেটা গাউন পরে হাতে ক্লাচ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পোজ দিচ্ছেন।
তবে জামার বগলের ছিদ্র নিয়ে নানা সমালোচনার জন্ম হয়েছে। ফ্যাশন বিষয়ক বেনামি ইনস্টাগ্রাম পেজ ‘ডায়েট সব্যা’ তাদের স্টোরিতে উর্বশীর একটি ভিডিও শেয়ার করে মনোলগ আকারে কটাক্ষও করেছে। সেখানে লেখা হয়, “দেখো, ব্যস্ততার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। বেচারি, আমার ওঁর জন্য খারাপ লাগছে। কানে যেখানে কোনো প্যাপ নেই, সেখানে লাল গালিচায় হাঁটার সময় এই কাণ্ড।”
এই ভিডিওতে একজন মন্তব্য করেছেন, “কানে ছেঁড়া পোশাক পরা প্রথম ভারতীয়?”—এই মন্তব্য থেকেই বোঝা যায়, সমালোচনা কতটা তীব্র ছিল।
যখন সম্পর্ক শুধুই চাহিদা, নেট দুনিয়া কাঁপাচ্ছে সেরা ওয়েব সিরিজ!
সোশ্যাল মিডিয়ায় উর্বশীর পোশাক নিয়ে এই ধরনের আলোচনা নতুন কিছু নয়, তবে এবারের ঘটনার বিশেষ দিক হলো এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান’-এর লাল গালিচায় ঘটেছে, যা আন্তর্জাতিক পর্যায়েও দৃষ্টি আকর্ষণ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।