জুমবাংলা ডেস্ক : উর্ফি জাভেদ কখনও কখনও ঠিকঠাক ড্রেস পরে থাকেন। কিছুদিন আগে সি-বিচে তাঁর কালো বিকিনি ও সাদা কাফতানের কম্বিনেশন নেটিজেনদের পছন্দ হয়েছিল। এমনকি সম্প্রতি একটি সুন্দর বডিকন পোশাক পরে ভাইরাল হওয়ার পর প্রথমে প্রশংসিত হলেও কয়েক মিনিটের মধ্যেই ট্রোলের সম্মুখীন হলেন উর্ফি।
সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় উর্ফিকে দেখা গেল পিচ রঙের বডিকন ড্রেস পরে। ড্রেসটি শর্ট। ফুলস্লিভ ড্রেসের উপরটি ব্রালেট কাট ও কোমর থেকে একপাশে নেমে গিয়েছে সরু ফিতের বাঁধুনি। তার সাথে উর্ফির পায়ে ছিল ব্রাউন ওয়েজেস। লম্বা চুল টেনে পনিটেল করেছিলেন উর্ফি। কানে পরেছিলেন জাঙ্ক ইয়ারিং। কিন্তু এই পোশাকে তাঁর ছবি ভাইরাল হওয়ার পর প্রথমেই উর্ফির অন্তর্বাসের দিকে নেটিজেনদের চোখ যায়।
উর্ফির অন্তর্বাসের মাধ্যমে স্তনবৃন্ত বোঝা যাওয়ার ফলে ট্রোল হতে শুরু করেন তিনি। এরপরেই ট্রোলিং-এর বিষয়বস্তু হয়ে ওঠে এই পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে উর্ফির বড়াপাও খাওয়া। মুম্বইয়ের অত্যন্ত জনপ্রিয় খাবার ‘বড়াপাও’। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলের পছন্দের তালিকায় রয়েছে এই খাবারের স্থান। কিন্তু সেই বড়াপাও হয়ে উঠল উর্ফির বিড়ম্বনার কারণ।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.