হাসপাতালে ভর্তি উরফি জাভেদ, অসুস্থতা নাকি নাটক?

বিনোদন ডেস্ক : বছরের শুরুতে হাসপাতালের পোশাকে ফ্রেমবন্দি হলেন উরফি জাভেদ। মুখে লাগানো অক্সিজেন মাস্ক। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। বৃহস্পতিবার সোশ্যালে নিজের এমনই একটি ছবি পোস্ট করেন। যদিও পরে সেই পোস্ট নিজেই মুছে ফেলেন তিনি।

উরফিকে এ অবস্থায় দেখে হতচকিত তার অনুরাগীরা। সকলেরই প্রশ্ন কী হয়েছে তার? তিনি কি খুবই অসুস্থ হয়ে পড়েছেন? উরফির ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠরাও তার ছবি দেখে চিন্তিত। অনেকে মন্তব্যও করেছেন। কিন্তু তার কী হয়েছে, সে কথা খোলাসা করেননি উরফি।

এর আগে ২০২২ সালের আগস্টে একবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। জ্বর না কমায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। এবারেও কি তেমনই কিছু হল? তা বোঝা যাচ্ছে না।

উল্লেখ্য, গত কয়েক বছরে তার পোশাক এবং ফ্যাশনের জন্য বহুবার বিতর্কে জড়িয়েছেন উরফি। সম্প্রতি তাকে অন্য অবয়বে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। মুম্বাইয়ের একটি হোটেলে গ্রাহকদের খাবার পরিবেশন করতে দেখা গিয়েছিল তাকে। যে ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যালে।

ইনস্টাগ্রামেই ভিডিও পোস্ট করে উরফি লিখেছিলেন, ‘কোনও কাজই ছোট-বড় না, কিছু ক্ষণের জন্য রেস্তোরাঁয় খাবার পরিবেশন করলাম। এদিন কাজ করে যে অর্থ পেলাম, তার পুরোটাই দান করছি ক্যানসার আক্রান্তদের চিকিৎসাদের জন্য। আগামী দিনে এমন কাজ আরও করব।’

তবে হাসপাতালের বিছানায় উরফিকে দেখে মন খারাপ অনেকেরই। তার দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় সবাই।