উরফি জাভেদ মাত্র ১০ টাকার জন্য সাজিয়ে দিলেন ২ অভিনেত্রীকে

উরফি জাভেদ

বিনোদন ডেস্ক : তাঁর খোলামেলা স্টাইলের জন্য তাঁর নাম এখন প্রায় সকলেই জেনে ফেলেছেন। সেই উরফি জাভেদ এবার ১০ টাকায় ভোল বদলে দিলেন ২ অভিনেত্রীর।

উরফি জাভেদ

যখনই তিনি নতুন স্টাইলের পোশাকে, সাজে ছবি দেন তা হুহু করে ছড়িয়ে পড়ে। অবশ্যই তার পিছনে রয়েছে তাঁর খোলামেলা সাজ। সেইসঙ্গে তিনি তাঁর পোশাকের ক্ষেত্রে যেসব উপাদান ব্যবহার করেন তাও সকলের নজর কাড়ে। যেমন কখনও তিনি দড়িতে শরীর ঢেকে সামনে আসেন তো কখনও পাথরের টুকরোয় কোনওক্রমে শরীর ঢেকে।

উরফি জাভেদ তাঁর একদম ভিন্ন ঘরানার সাজ ও পোশাকের জন্য এখন পরিচিত মুখ। সেই উরফি জানালেন তিনি এখনও মনেপ্রাণে একজন মধ্যবিত্ত মেয়ে। তাঁর মধ্যে একটা মধ্যবিত্ত মন রয়েছে। তাই তিনি এখনও সেফটিপিন বা এমন মধ্যবিত্তের ঘরোয়া জিনিসের মধ্যে ফ্যাশন খোঁজেন।

উরফির দাবি, ফ্যাশন মানে দামি দামি পোশাক নয়, বরং কারও মধ্যে কতটা সৃজনশীলতা রয়েছে সেটাই ফ্যাশন। যা খুব সাধারণ জিনিসপত্র দিয়েও সম্ভব।

এবার হিরো আলমকে নিয়ে গান করলেন হাসান মতিউর

মিডল ক্লাস লাভ নামে একটি সিনেমায় অভিনয় করছেন ঈশা সিং এবং কাব্য থাপার। এঁদের সাজগোজে সেই মধ্যবিত্তের ছোঁয়াটা রেখে তাঁদের সাজিয়ে তুলতে উরফি মাত্র ১০ টাকা খরচ করেছেন। আর তা দিয়েই তিনি তাঁদের ভোল বদলে দিয়েছেন। যে সাজে সেই মধ্যবিত্ত ছোঁয়াটা ছিল।