Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
    শিক্ষা

    বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা

    Saiful IslamJuly 11, 20233 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার অনুমোদন না নিয়ে শিক্ষার্থী ভর্তি, বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এবং রেজিস্ট্রেশন না থাকাসহ শুরুতেই একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে মালয়েশিয়ার শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ইউনিভার্সিটি’র বাংলাদেশ ক্যাম্পাসের বিরুদ্ধে। এসব অভিযোগের কারণে এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দায় নেবে না বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বাংলাদেশেই প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস স্থাপন করেছে বিশ্ববিদ্যালয়টি।

    জানা গেছে, গত বছরের ১২ ডিসেম্বর দেশে প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে শাখা ক্যাম্পাস খোলার অনুমোদন লাভ করে ইউসিএসআই। চলতি বছরের মে মাসে ঘটা করে এই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ক্যাম্পাসের উদ্বোধন করা হয়। ক্যাম্পাস উদ্বোধন হলেও অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনাসহ কোনো কিছুরই অনুমোদন নেয়নি বিশ্ববিদ্যায়লটি। অনুমোদন না নিয়েই শিক্ষার্থী ভর্তির বিজ্ঞাপন দেয় বিশ্ববিদ্যালয়টি।

    ইউজিসি বলছে, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনের পর অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা, বিওটি, শিক্ষার্থী ভর্তির বিষয়গুলো পৃথক পৃথকভাবে অনুমোদন নিতে হয়। তবে এর কোনোটিই করেনি ইউসিএসআই; যা আইনের লঙ্ঘন। এগুলো অনুমোদনের পূর্বে কোনো শিক্ষার্থী এখানে ভর্তি হলে তার দায়ভার নেবে না ইউজিসি।

    ইউজিসির একটি সূত্র জানিয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় হওয়ায় ইউসিএসআই থেকে পড়ালেখা শেষ করার পর শিক্ষার্থীদের সার্টিফিকেট সমতাকরণ করতে হবে। এটি ইউজিসির মাধ্যমে করাতে হবে। তবে অ্যাকাডেমিক কার্যক্রমসহ অন্যান্য বিষয়ের অনুমোদনের পূর্বে কেউ ভর্তি হলে তার সার্টিফিকেট সমতাকরণ করা হবে না।

    এ প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইউসিআইএস এ শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়নি। বিদেশি এ বিশ্ববিদ্যালয়টির বিওটিসহ বেশ কিছু বিষয়ে ইউজিসির অনুমোদন লাগবে। এগুলো অনুমোদনের পূর্বে শিক্ষার্থী ভর্তি হলে তাদের সার্টিফিকেট সমতাকরণ করা হবে না।

    জানা গেছে, অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করায় ইউসিআইএসকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ইউজিসি। নোটিশের জবাবও দিয়েছে ইউসিএসআই। তবে সেই জবাবে সন্তুষ্ট হতে পারেনি ইউজিসি। ফলে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর কথা রয়েছে। গত ৩ মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল।

    ইউজিসির দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪-এর বিধি ৪(১), ৪ (৬), ৭(৫) ও (ঞ), ১১(১) (গ), ১২(২) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ (প্রযোজ্য ক্ষেত্রে) ধারা এবং উপধারাসমূহের ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস কর্তৃক ব্যত্যয় ঘটেছে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত বছরের ১২ ডিসেম্বর জারিকৃত পত্রের শর্তসমূহও প্রতিপালন করা হয়নি।

    শোকজের জবাবে বিশ্ববিদ্যালয়টি জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এবং বিদেশী বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা-২০১৪ অনুসারে প্রধানমন্ত্রী ২০২২ সালের ১১ ডিসেম্বর ইউসিএসআই ইউনিভার্সিটির শাখা ক্যাম্পাস বাংলাদেশে পরিচালনার সাময়িক অনুমতি দেন। গত বছরের ১২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত বছরের জন্য ক্যাম্পাসটিকে সাময়িক অনুমতি প্রদান করে।

    এরপর ইউজিসি প্রস্তাবিত ক্যাম্পাস সরেজমিন পরিদর্শন করে সন্তুষ্ট হয়ে এ বছরের ৩০ মার্চ তাদের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এরপরই তারা ভর্তি কার্যক্রম শুরু করে।

    ইউসিএসআই’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো প্রসঙ্গে অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, আমরা চাই না কেউ ক্ষতিগ্রস্থ হোক। ইউসিএসআই যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সব কার্যক্রম পরিচালনা করে, তাহলে তারা ইউজিসির কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবে। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন লঙ্ঘন করে কেউ কিছু করলে তার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।

    ইউসিএসআই’র বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে শাখা ক্যাম্পাসের ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘‘এই মুহুর্তে আমি দেশের বাইরে রয়েছি। আগামী ১৪ জুলাই ঢাকায় ফিরবো। তখন এ বিষয়ে কথা বলব’’।

    পরে বিশ্ববিদ্যালয়টির এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউসিএসআই’র প্রভোস্ট, ডিন, ডেপুটি রেজিস্ট্রার সবাই মালয়েশিয়ান। তারা ঈদের ছুটিতে মালয়েশিয়াতে আছে। আগামী ১৫ জুলাই দেশে ফিরবেন। এরপর তাদের সাথে কথা বলা যাবে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    জরুরি নিয়ে, নির্দেশনা বিশ্ববিদ্যালয়’ বেসরকারি ভর্তি শিক্ষা
    Related Posts

    দ্য ডিউক অব এডিনবরাস অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের সঙ্গে মানারাতের চুক্তি সই

    July 17, 2025
    এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

    গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

    July 17, 2025
    এইচএসসি ও সমমান পরীক্ষা

    গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

    July 16, 2025
    সর্বশেষ খবর
    কারফিউ

    গোপালগঞ্জে কারফিউ চলবে

    পরকীয়া

    বিয়ে ছাড়াই সন্তান জন্মদানের শীর্ষে ৪টি দেশ

    ওয়েব সিরিজ

    কাছে পেয়ে জামাইকেও ছাড়লেন না শাশুড়ি, শুরু করলেন উদ্দাম রোমান্স

    ছবিটা জুম করে দেখুন

    ছবিটা জুম করে দেখুন, এটি বলে দেবে আপনার চরিত্র

    কোকাকোলাকে আরও স্বাস্থ্যকর

    কোকাকোলাকে আরও স্বাস্থ্যকর বানাবেন ট্রাম্প!

    শপিংমল

    এক সপ্তাহ আগে চালু হওয়া শপিংমলে লাশের সারি, জীবিত উদ্ধার ৪৫

    মেয়ে

    কোন জিনিস যা ছেলেদের বড় হয়, তবে মেয়েদের বড় হয় না

    ওয়েব সিরিজ

    রিলিজ হল রোমান্সে ভরপুর সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, ঘরের দরজা বন্ধ করে দেখুন

    শান্তিপূর্ণ দৈনন্দিন রুটিন

    সহজ জীবনযাপনের টিপস: শান্তিপূর্ণ দৈনন্দিন রুটিন

    তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ থাকছে

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.