আন্তর্জাতিক ডেস্ক : দেশজুড়ে ছারপোকার উপদ্রবে ফরাসিরা নাজেহাল। ঘুম কেড়েছে মানুষের। তাই সমস্যার সমাধান খুঁজতে জরুরি বৈঠক ডেকেছে ফ্রান্স।
ফরাসি সরকার জানিয়েছে, দেশজুড়ে ক্রমে বাড়ছে ছারপোকার উপদ্রব। রাতের অন্ধকারে ওই ভয়ানক কীটের উপদ্রব ঘুম কেড়েছে মানুষের। ট্রেন-বাস-মেট্রো, এমনকী ফরাসিদের প্রাণাধিক প্রিয় থিয়েটার ও সিনেমাহলেও বিপ্লব দেখাচ্ছে এই রক্তখেকোরা। সব জায়গাতেই তাদের অবাধ গতি।
এমনকি, ছারপোকার উপদ্রবে বন্ধ করতে হয়েছে মার্সেই ও লিওঁ শহরের দুটি স্কুলও। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জনস্বাস্থ্যের জন্য বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ছারপোকা। বিপাকে পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রশাসন।
বুধবার (৪ অক্টোবর) জরুরি বৈঠকে বসেছেন ফ্রান্সের যোগাযোগমন্ত্রী ক্লিমেন্ট বুনোও। পরিবহণ সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে বাস-ট্রাম-মেট্রো থেকে ছারপোকা বিনাশের পথ খুঁজে বের করা হবে।
আগামী শুক্রবার (৬ অক্টোকর) বিভিন্ন মন্ত্রণালয়কে নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন ম্যাক্রোঁ সরকারের মুখপাত্র অলিভিয়ের ভেরান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।