অন্যরকম খবর ডেস্ক : অনলাইনে মিল্কশেক অর্ডার করেছিলেন এক যুবক। কিন্তু সেই মিল্কশেক মুখে দিতেই আঁতকে ওঠেন ওই যুবক। স্বাদ ভিন্ন দেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে তিনি বুঝতে পারেন মিল্কশেকের বদলে তাঁকে দেওয়া হয়েছে কাপ ভর্তি মূত্র। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইউটাহতে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স ৫৯-এর প্রতিবেদনে বলা হয়, ইউটাহ অঙ্গরাজ্যের বাসিন্দা কালেব উড নামে ওই যুবক একটি খাবার ডেলিভারি অ্যাপের মাধ্যমে মিল্কশেক অর্ডার করেছিলেন। কিছু সময় পর সেই মিল্কশেক দিয়ে যান ডেলিভারি বয়। কিন্তু মিল্কশেকে চুমুক দিয়ে তিনি দেখেন যে, মিল্কশেকের বদলে ডেলিভারি বয় কাপে করে তাঁকে প্রস্রাব দিয়ে গিয়েছেন।
বিষয়টি প্রকাশ্যে আসার পর ডেলিভারি বয় নিজের ভুল স্বীকার করেছেন এবং জানিয়েছেন, তাঁর দোষেই ওই যুবকের কাছে ভুল অর্ডার পৌঁছেছিল। তাঁর গাড়িতে প্রস্রাব ভর্তি একটি কাপও ছিল। মিল্কশেকের বদলে ভুল করে সেই কাপটিই তিনি যুবকের হাতে তুলে দেন।
ওই ডেলিভারি বয় জানিয়েছেন, তাঁর অনেক দীর্ঘ সময় কাজ করতে হয়। তাই তিনি গাড়ির মধ্যেই একটি কাপে প্রস্রাব করেছিলেন। সেই কাপটি তিনি ভুলে ভুক্তভোগী যুবককে দেন।
এদিকে যে দোকান থেকে খাবার সরবরাহ করা হয়েছিল, তাদের পক্ষ থেকেও ওই যুবকের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।
ভুক্তভোগী উড বলেন, ওই খাবারের দোকান আমাকে ১৮ ডলার ফেরত দিয়েছে। তবে তারা ডেলিভারি ফি এবং ডেলিভারি বয়কে দেওয়া বকশিসের টাকা ফেরত দেয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।