স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদ প্লে-অফে উঠতে না পারলেও তাদের পেসার উমরান মালিক আলাদা করে নজর কেড়েছেন সবার। গোটা আসরে দুর্দান্ত বোলিংয়ের জন্য কাশ্মীরি এই পেসারের হাতেই উঠল ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’-এর পুরস্কার।
আইপিএলের সদ্য সমাপ্ত আসরে গতির ঝড় তুলেছেন উমরান। কিংবদন্তি ক্রিকেটাররাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।
এবারের পারফরমেন্সের কারণে ভারতের জাতীয় দলে ডাকও পেয়ে গেছেন ২২ বছর বয়সী উমরান।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবার ১৪ ম্যাচে উমরান নিয়েছেন ২২ উইকেট। পাঁচ উইকেট পেয়েছেন একবার, চার উইকেট একবার। সেরা বোলিং ফিগার ৫/২৫। উমরানের বোলিং গড় ২০.১৮। ইকোনমি ৯.০৩। বোলিং স্ট্রাইকরেট ১৩.৪। রান খরচ করলেও কয়েকটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি।
উমরানের হয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ শামি। ভিডিও বার্তায় উমরান বলেন, ‘আমি খুবই খুশি। দয়া করে আমাকে সমর্থন দিয়ে যাবেন। আশা করি, আমি আরো এমন পারফরম্যান্স উপহার দিতে পারব। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।