বিনোদন ডেস্ক : জি বাংলাতে আসছে নতুন এক ধারাবাহিক। ‘অপরাজিতা অপু’কে হটিয়ে সেই স্লট দখল করতে চলেছে ‘উড়ন তুবড়ি’ । ধারাবাহিকে প্রথম প্রোমো থেকে গল্প সম্পর্কে কিছুটা আন্দাজ পেয়েছেন দর্শকরা। তিন বোন এবং তাদের মায়ের জীবনের গল্প তুলে ধরা হয়েছে নতুন ধারাবাহিকে। ধারাবাহিক শুরু হওয়ার আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে আসন্ন ধারাবাহিক ঘিরে চলছে তোলপাড়।
কখনও স্টার জলসার গাঁটছাড়া ধারাবাহিকের কপি বলে, কখনও আবার ধারাবাহিকে চপ ভাজার দৃশ্য নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। এবার ফের একবার নেটিজেনদের চর্চার বিষয়বস্তু হয়ে উঠল নতুন ধারাবাহিক। তবে এবারের কারণ অবশ্য একেবারেই আলাদা। ট্রোলিং নয়, বরং ধারাবাহিকের নায়ককে ঘিরে খুশিতে ফেটে পড়েছেন মহিলারা। কারণ এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর বাদে পর্দায় ফিরছেন জনপ্রিয় এক অভিনেতা।
‘উড়ন তুবড়ি’র নায়ককে ঘিরে চরম উত্তেজিত নেটিজেনরা। ‘তুবড়ি’ অর্থাৎ ধারাবাহিকের নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করছেন অভিনেতা স্বস্তিক ঘোষ (Swastik Ghosh)। তিনি একজন জনপ্রিয় মডেল ও টেলি অভিনেতা। এর আগে স্টার জলসার ‘দুগ্গা দুগ্গা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। অভিনেত্রী স্বস্তিকা দত্তের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন। এবার তিনি নতুন ধারাবাহিকের নায়ক হয়ে ফের টেলিভিশনের পর্দাতে কেরিয়ার শুরু করছেন।
নতুন ধারাবাহিকের নায়ক স্বস্তিকের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যা দেখে মহিলারা মুগ্ধ। এই মুহূর্তে টেলিভিশন মিডিয়ার দুই হ্যান্ডসাম তারকা শন ব্যানার্জী এবং আদৃত রায়। মহিলাদের একাংশ স্বস্তিককেও তাদের সারিতেই বসাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে শন এবং আদৃতের সঙ্গে তুলনা করা হচ্ছে স্বস্তিকের। মোট কথা ধারাবাহিক শুরু হওয়ার আগেই ‘উড়ন তুবড়ি’র নায়ককে ঘিরে তোলপাড় নেট পাড়া।
যদিও শন এবং আদৃতের অনুরাগীরা অবশ্য নতুন ধারাবাহিকে নায়কের সঙ্গে স্বস্তিকের এই তুলনা মোটেই পছন্দ করছেন না। তাদের স্পষ্ট দাবি, আদৃত কিংবা শনের জায়গা কেউ এত সহজে নিতে পারবে না। আপাতত স্বস্তিককে নিয়ে জোরদার আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। তার ফটোশুটের প্রশংসা করছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার স্বস্তিককে নায়ক হিসেবে মানতেই চাইছেন না। তবে বহুদিন বাদে এই হ্যান্ডসাম অভিনেতা ফিরছেন ধারাবাহিকে। তার মহিলা ফ্যান ফলোয়ার্সরা এতে বেজায় খুশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।