হাসপাতালে উর্বশী, কী হলো অভিনেত্রীর?

উর্বশী রাউতেলা

বিনোদন ডেস্ক: ছবি বক্স অফিসে হিট না করলে রাবরই চর্চায় থাকেন উর্বশী রাউতেলা। এছাড়া ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের কারণে একটা সময় চর্চায় ছিলেন তিনি। গত কয়েকদিন হায়দরাবাদে ছিলেন অভিনেত্রী।

উর্বশী রাউতেলা

তার আসন্ন ছবি ‘এনবিকে ১০৯’-এর শুটিং চলছে। জানা গেছে, শুটিং ফ্লোরেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছেন উর্বশী। তড়িঘড়ি হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

এখন কেমন আছেন তিনি?

তেলুগু ছবির নামী তারকা নন্দমুরি বালাকৃষ্ণের আসন্ন ছবি ‘এনবিকে ১০৯’-এ দেখা যাবে উর্বশীকে। সেই শুটিং ফ্লোরে ভয়ঙ্কর দুর্ঘটনা। হাড় ভেঙেছে অভিনেত্রীর। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত কোনও বিবৃতি দেননি উর্বশী।

জানা গেছে, হায়দরাবাদে সেরা চিকিৎসা দেওয়া হয়েছে উর্বশীকে। সারাক্ষণ চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন তাকে। যদিও যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।

জোভান ও কেয়া পায়েল ‘বাস ট্রিপ’

এদিকে উর্বশীর আহত হওয়া খবর পেয়েই উদ্বেগে তার অনুরাগীরা। ২০২৩ সালের নভেম্বর মাসে এই ছবির শুটিং শুরু হয়। চলতি বছরে অক্টোবর মাসে সিনেমা হলে ছবির মুক্তি পাওয়ার কথা। নন্দমুরি বালাকৃষ্ণ, উর্বশী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দুলকর সালমান ও প্রকাশ রাজ।