বিনোদন ডেস্ক : গত বছর ঠিক এই সময়টাতে অসহায় উর্বশি রাউতেলা ধরা পড়লেন গণমাধ্যমের ক্যামেরা। সেবার টানা ৪৫ মিনিট অপেক্ষা করেও কানের অফিসিয়াল গাড়ির লিফট পাননি এই বলিউড তারকা। অবশেষে পরনের লং গাউন রাস্তায় ফেলেই পায়ে হেটে ছাড়তে হলো উৎসবের পালে দে ফেস্টিভ্যাল ভবন।
কাকতাল হলেও সত্যি, এবারও একই স্থানে ক্যামেরায় ধরা পড়লেন উর্বশি। এবারও একই ঘটনা। গাড়ি বিড়ম্বনা। ১৮ মে সন্ধ্যার পর লালগালিচার জমকালো আসর পেরিয়ে পালে ভবনের বহির্গমন ফটকে একা অসহায় দাঁড়িয়ে ছিলেন উর্বশি। হন্যে হয়ে এদিক ওদিক খুঁজছিলেন তাকে তুলে নেওয়ার মার্সিডিজ বেঞ্জ। তবে এবার আর গাড়ির জন্য তাকে ৪৫ মিনিট অপেক্ষা করতে হলো না, ৫ মিনিটেই পেয়ে গেলেন কাঙ্ক্ষিত গাড়ি। তার আগে এই প্রতিবেদকের সঙ্গে বললেন বাংলাদেশের কথা, হাসিমুখে অংশ নিলেন ফটোশুটে।
উৎসবের মূল ভবনের এক্সিট ফটকে দাঁড়িয়ে গাড়িতে ওঠার আগমুহূর্তে উর্বশি বললেন, ‘বাংলাদেশ ভালোবাসি। সেখানে আমার দর্শক ও ভক্তদের ভালোবাসি। অনেকদিন হলো বাংলাদেশে আমি যাইনি। সেজন্য আমি খুবই অপেক্ষায় আছি দেশটিতে যাওয়ার জন্য। কান উৎসব শেষ করার পর সেটা হয় তো হবে। এবং আমি অনেক হ্যাপি এই উৎসবে আপনাকে পেয়ে ও বাংলাদেশ নিয়ে কথা বলতে পেরে।’
এই বলে চেপে বসলেন উর্বশির জন্য অপেক্ষমাণ উৎসবের অফিসিয়াল গাড়িতে।
বলা দরকার, উর্বশি রাউতেলা গেল ক’বছর ধরেই নিয়মিত আসছেন কান চলচ্চিত্র উৎসবে। সিনেমা নয়, লালগালিচায় হাঁটছেন বিভিন্ন প্রসাধনী পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। উৎসবে তার গ্ল্যামারাস উপস্থিতি প্রতিবারই নজরকাড়ে ফ্যাশন দুনিয়ায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
দক্ষিণ ফ্রান্সের কানসৈকতে ৭৭তম এই উৎসবের পর্দা উঠেছে ১৪ মে। পর্দা নামবে ২৫ মে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।