বিনোদন ডেস্ক : ভারতীয় দল অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে। শেষ দুই সপ্তাহে তারা কোন অফিসিয়াল টি-টোয়েন্টি ম্যাচ খেলছে না। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি অনুশীলন ম্যাচ এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব চলাকালীন নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে তারা মূল টুর্ণামেন্টে পাকিস্তানের মুখোমুখি হবে।
ইতিমধ্যে পারতে রোহিত শর্মা ও তার সৈনিকরা অনুশীলন শুরু করে দিয়েছে। দীর্ঘ বিমানযাত্রার ধকল কাটিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর প্রথম দিকে হালকা অনুশীলন করছে ভারতীয় শিবির। যত দিন যাবে ততই অনুশীলনের তীব্রতা বাড়বে। দল যাতে কোনওরকম ভাবেই অমনোযোগী না হয়ে পড়ে সেইদিকে কড়া নজর রাখছেন রোহিত শর্মা। এরই মধ্যে রিশভ পন্থের অমনোযোগী হয়ে ওঠার মতো একটি কারণ প্রকাশ্যে এলো।
গত দুই মাসে খুব বেশি ব্যাটিং করার সুযোগ পাননি তারকা ভারতীয় উইকেটরক্ষক। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় দল নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে পড়ছে দিনেশ কার্তিককে প্রথম একাদশে তাদের বেশি পছন্দ। তাও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচটিতে মাঠে নেমেছিলেন রিশভ। ভালো শুরু করেও বড় রান করতে তিনি ব্যর্থ হন।
কিন্তু এবার পন্থের মনোযোগ হরণ করতে অস্ট্রেলিয়ায় পা রাখছেন ভারতের বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্ট করে নিজের অস্ট্রেলিয়া যাওয়ার খবর প্রকাশ্যে এনেছেন। প্রথম পোস্টে তিনি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় অভিযান শুরু করতে যাচ্ছি।’ দ্বিতীয় পোস্টটিতে তিনি লিখেছেন, “ভালোবাসাকে অনুসরণ করছি এবং তার টানেই অস্ট্রেলিয়া এসে পৌঁছেছি।” বলাই বাহুল্য নেটিজেনরা দুটি পোস্টের কমেন্ট সেকশনে উর্বশীর আত্মসম্মান নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন।
অনেকেই জানেন কিছুদিন আগে উর্বশী এবং রিশভের মধ্যে একটি ঠান্ডা লড়াই চলছিল। উর্বশীর নাম না করে দাবি করেছিলেন যে পন্থ বেনারসে তার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন হোটেলে, কিন্তু তিনি ঘুমিয়ে পড়ায় তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। জবাবে পরোক্ষভাবে উর্বশীকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছিলেন। জবাবে উর্বশী ফের কিছু কড়া কথা শোনান পরোক্ষভাবে। পরে অবশ্য তাকে সংবাদ মাধ্যমের সামনে ভারতীয় উইকেটরক্ষকের কাছে ক্ষমা চাইতেও শোনা যায়।
অনেকেই দাবি করেন দুই সেলিব্রেটির মধ্যে আগে ভালোবাসার সম্পর্ক ছিল। যদিও এখন পর্যন্ত নিজের নতুন বান্ধবির সাথে সুখে আছেন এবং তিনি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেন এই ব্যাপারগুলি। কিন্তু উর্বশীর কান্ড-কারখানা দেখে মনে হচ্ছে না যে তিনি এই ব্যাপারটি থেকে এত তাড়াতাড়ি অব্যাহতি চাইছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।