বিনোদন ডেস্ক : সাদা নেটের নুডলস স্ট্র্যাপযুক্ত পোশাকে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। স্বপ্নিল সেই সাজে তাঁকে যেন এক পরীর মতোই লাগছে।
উর্বশীর হাতে ধরা একটি ছোট ব্যাগ, আর সেই ব্যাগে ঝুলছে চারটি ছোট্ট ‘লাবুবু’ পুতুল! দেখে স্পষ্ট, অভিনেত্রী এখন ‘লাবুবু জ্বরে’ আক্রান্ত।
বর্তমানে লন্ডনে আছেন উর্বশী, সেখান থেকেই উইম্বলডনের একটি ছবি শেয়ার করেছেন নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে। সেই ছবিতে মুগ্ধ নেটিজেনরা, প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁকে।
ছবির কমেন্ট সেকশনে জমেছে নানা মন্তব্য। কেউ লিখেছেন, “প্রথম ভারতীয় নারী যার ব্যাগে একসঙ্গে চারটি লাবুবু!” আবার কেউ মজার ছলে লিখেছেন, “লাবুবু বুঝি সস্তায় পেয়ে গেছেন!”
চোখ বড় বড়, লম্বা কান, আর হাস্যকর ভঙ্গিমায় দাঁত বের করা অদ্ভুত দর্শনের এই লাবুবু পুতুলই এখন সোশাল মিডিয়ার হট ট্রেন্ড।
জেনারেশন জি-র মধ্যে এই পুতুল দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ভারতেও খুব অল্প সময়েই ভাইরাল হয়ে গেছে লাবুবু। কেউ বাড়িতে সাজিয়ে রাখছেন, আবার কেউ চাবির রিং হিসেবে ব্যবহার করছেন ব্যাগে।
বলিউড ও হলিউড সেলেব্রিটিরাও এই পুতুলের ভক্ত। কিম কার্দাশিয়ান কিংবা রিহানা – সকলেই নিজেদের ব্যাগে রেখেছেন লাবুবু। বি-টাউনের অনন্যা পাণ্ডেও পিছিয়ে নেই।
এমনকি টলিউডেও পড়েছে ‘লাবুবু ঝড়’। মিমি চক্রবর্তী থেকে ঋতাভরী চক্রবর্তী – অনেকেই ইনস্টাগ্রামে শেয়ার করছেন লাবুবুর ছবি। তাদের স্টাইল স্টেটমেন্টেও জায়গা করে নিয়েছে এই কিউট পুতুল।
‘লাবুবু’ এখন শুধুই খেলনা নয়, এক ফ্যাশন আইকন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।