যুক্তরাষ্ট্রে ১৮ জনকে হত্যা, তিনদিন পর সন্দেহভাজন বন্দুকধারীর লাশ উদ্ধার

সন্দেহভাজন বন্দুকধারীর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে হত্যাকাণ্ড চালানো সন্দেহভাজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকারীর নাম রবার্ট কার্ড। সে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা বিভাগের কমিশনার। খবর বিবিসি’র।

সন্দেহভাজন বন্দুকধারীর

গত বুধবার রাতে লুইস্টন শহরে নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ১৮ জনকে হত্যা করে ৪০ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী রবার্ট কার্ড। তাকে ধরতে গত তিনদিন চিরুনি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। অনেকটা অদৃশ্য হয়ে গিয়েছিল যেন। এই পরিস্থিতিতে তার মরদেহ উদ্ধারের দাবি করেছে পুলিশ।

এ প্রসঙ্গে মেইনের গভর্নর গভর্নর জ্যানেট মিলস লুইস্টিন সিটি হলে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ হামলার ঘটনাস্থলের পার্শ্ববর্তী লিসবনের একটি জলাশয়ের কাছে তার মরদেহ পাওয়া যায়। আমি এখন স্বস্তিতে। রবার্ট কার্ড আর কারো জন্য হুমকি হবে না।’

নেট দুনিয়ার সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না

বন্দুক হামলার পর থেকে অভিযান চলছিল পুলিশের। তদন্ত চালিয়ে যাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তাকে থামানো না পর্যন্ত বাসিন্দাদের ঘরে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছিল প্রশাসন। গত বৃহস্পতিবার গুলি করে ১৮ জনকে হত্যা করে সন্দেহভাজন রবার্ট কার্ড। এর পেছনে উদ্দেশ্য কী ছিল তা জানা যায়নি।