যুক্তরাষ্ট্রে এক বাড়ি থেকে শিশুসহ ৮ জনের মৃতদেহ উদ্ধার

শিশুসহ ৮ জনের মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ইনোচ শহরের এক বাড়ি থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ বুধবার (০৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।

শিশুসহ ৮ জনের মৃতদেহ

ইনোচ শহরের পুলিশের বিবৃতিতে জানা যায়, স্থানীয় পুলিশ কর্মকর্তারা সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে এলাকাটি পরিদর্শনে গেলে এক বাড়িতে মৃতদেহগুলো দেখতে পান। সেখান থেকে ৫ শিশুসহ ৮ জনের মৃতদেহ উদ্ধার করেন। প্রত্যেককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, এ বিষয়ে জনসাধারণের প্রতি কোনো হুমকি বা সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয় কর্মকর্তা রব ডটসন বলেন, এ ঘটনার উদ্দেশ্য কী, সে সম্পর্কে কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই এবং বাড়ির ভেতরে কী ঘটেছে সে সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক দিন বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে।

মুক্তির ৫৫ বছর পর সিনেমার দৃশ্য নিয়ে নায়ক-নায়িকার মামলা

সল্টলেক সিটির প্রায় ২৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় আট হাজার মানুষের বসবাস ওই শহরটিতে।