Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সরকার চীনের সাথে সামরিক সম্পর্ক আবারো শুরু করতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

মার্কিন গণমাধ্যম সিবিএস-কে দেয়া সাক্ষাৎকারে সুলিভান আরো জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের সাইডলাইনে, গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখোমুখি হবেন বাইডেন।
ধারণা করা হচ্ছে, ইসরায়েল-হামাস যুদ্ধ, তাইওয়ান পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ-সহ অনেক বিষয়ই উঠে আসবে আগামী বুধবার দুই শীর্ষ নেতার বৈঠকে। চলতি বছরের শুরুতে স্পাই বেলুন নিয়ে দুই দেশের সম্পর্কে ফাটল ধরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



