মার্কিন ইতিহাসে প্রথম, অভিযুক্ত হলেন ট্রাম্প

ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন নীল তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌ* সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ দেওয়ার বিষয়ে তদন্তের পর ম্যানহাটানের গ্র্যান্ড জুরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছেন। ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি ফোজদারি অভিযোগে অভিযুক্ত হলেন। খবর বিবিসি ও রয়টার্সের।

ট্রাম্প

তবে ট্রাম্পের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে তা এখন পর্যন্ত প্রকাশ্যে বলা হয়নি। অন্যদিকে ট্রাম্প বলেছেন, তিনি পুরোপুরি নির্দোষ। তিনি নিউইয়র্কে ন্যায় বিচার পেতে পারেন না। তবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যে লড়ে যাবেন তার ইঙ্গিত দিয়েছেন।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সামনের দিনে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট গ্রেপ্তার হতে পারেন। ট্রাম্প আগামী মঙ্গলবার আদালতে হাজির হবেন বলে জানিয়েছে আল-জাজিরা।

এদিকে ট্রাম্পের অভিযুক্ত হওয়ার খবর শুনে উল্লাস প্রকাশ করেছেন স্টর্মি ড্যানিয়েলস। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি এ বিষয়ে এখনো মন্তব্য করতে রাজি হননি।

হুবহু মানুষের মতো সবুজ টিয়ার সঙ্গে কথা বলছে ধূসর টিয়া পাখি

ট্রাম্পের অভিযুক্ত হওয়ার বিষয়ের কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি একে ‘অত্যাচার’ বলে উল্লেখ করেছেন।