আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সূর্যাস্তের সময় অদ্ভুত আকাশের দেখা মিলল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, এটি কারিগরি ত্রুটি। আবার কেউ বলছেন, প্রাকৃতিকভাবেই এটি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, সূর্যাস্তের সময় দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে আকাশ। এর এক পাশ লাল ও হলুদ রোদের আভা। আর অপর পাশটি অন্ধকার।
In Florida👀👀the sky was divided in two by a straight line🥶
NOTHING STRANGE TO SEE👌 pic.twitter.com/vNL2M2XzaU— nikola 3 (@ronin19217435) November 13, 2023
ভিডিওটিতে এক এক্স ব্যবহারকারী লেখেন, দেখে মনে হচ্ছে সফটওয়্যার ত্রুটি। আরেকজন লেখেন, এর আগেও এমন আকাশ দেখেছি। কেন এমন হয় তা কাছে কখনোই বোধগম্য না।
আরেকজন ব্যবহারকারী লেখেন, ‘শিল্পের অংশ। ঈশ্বর সর্বশ্রেষ্ঠ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।