Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : এবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরব। এই পারমাণবিক কর্মযজ্ঞে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবকে পারমাণবিক শক্তি ইস্যুততে বিভিন্ন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এ কারণে হতাশ হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। ঠিক এমন সময়ে সৌদিকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন।
প্রতিবেদনে আরও বলা হয়, চীনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন (সিএনএনসি) কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে সৌদির জন্য একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের প্রস্তাব করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।