জুমবাংলা ডেস্ক : কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু হলো ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজের। ৯ ফেব্রুয়ারি ইউএস-বাংলার বহরে প্রথম এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ যুক্ত হয়। এদিকে ২৫ এপ্রিল ৪২২ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুরে ফ্লাইট ঢাকা ত্যাগ করে।
ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, ২৫ এপ্রিল ৪২২ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালামপুরের উদ্দেশে ছেড়ে যায় সকাল ১১টা ২৫ মিনিটে। কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ৪০৯ জন যাত্রী নিয়ে এয়ারবাসটি ছেড়ে আসে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৮টায়।
ইউএস-বাংলার বহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০ সহ মোট ২৪টি উড়োজাহাজ রয়েছে। এয়ারবাস উড়োজাহাজের মাধ্যমে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই রুটেও ফ্লাইট পরিচালিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।