আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান প্রণালীতে মার্কিন বিমান ও যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে বহুদিন ধরেই অভিযোগ ও প্রতিবাদ জানিয়ে আসছে বেইজিং। এবার প্রণালী দিয়ে টহল দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধজাহাজ। এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (২ নভেম্বর) এক বিবৃতিতে চীনা সেনাবাহিনী জানায়, তাইওয়ান প্রণালী দিয়ে ইউএসএস রাফায়েল পেরাল্টা ও রয়াল কানাডিয়ান নেভির হেলিফ্যাক্স রণতরী প্রবেশ করে। যুদ্ধজাহাজের উপস্থিতি টের পেয়ে নিজেদের সেনাবাহিনীকে যে কোন পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয় চীন।
বেইজিং জানায়, গেল দুই মাসে এই নিয়ে দ্বিতীয়বার তাইওয়ান প্রণালী দিয়ে যৌথ টহল দিলো যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধ জাহাজ।
টহল দেয়ার বিষয়টি নিশ্চিত করে মার্কিন নৌবাহিনী জানায়, আন্তর্জাতিক আইন মেনেই তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজের টহল চালিয়েছে তারা।
এর আগে চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করে তাইওয়ান।
বুধবার (১ নভেম্বর) একযোগে চীনের ৪৩টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে বলে দাবি করে তাইপে। সেইসঙ্গে তাইওয়ান প্রণালীতে টহল দেয় চীনা নৌবাহিনীর কয়েকটি জাহাজ। প্রতিরক্ষার অংশ হিসেবে তাইপে জাহাজ ও ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা মোতায়েন করে। এটিকে নিয়মিত টহলের অংশ বলে এক বিবৃতিতে জানিয়েছে বেইজিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।