ইউক্রেনকে দেয়ার কয়েক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক সপ্তাহ আগেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির এফ-১৬ যুদ্ধবিমান দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে গত সোমবার ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর একটি সূত্র।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ওই সূত্রের বরাতে জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এই ঘটনার পেছনে পাইলটের ত্রুটি ছিল বলে বিশ্বাস করে না। সূত্রটি বলেছে, পাইলট ওলেক্সি মেস, “মুনফিশ” নামে পরিচিত। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার “এখন পর্যন্ত সবচেয়ে বড় বিমান হামলা প্রতিহত করার” সময় দুর্ঘটনায় নিহত হন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) পাইলটকে সমাহিত করা হয়েছিল।

মূলত এফ-১৬ অত্যাধুনিক যুদ্ধবিমান হওয়ায় এটি চালাতে জানতেন না ইউক্রেনের বিমানবাহিনীর পাইলটরা। এ কারণে প্রথমে তাদের প্রশিক্ষণ দিয়ে বিমানগুলো পাঠানো হয়। মুনফিশ প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে একজন ছিলেন। সূত্রটি আরও জানিয়েছে, দুর্ঘটনাটির আসল কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে তদন্তে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছিলেন, ইউক্রেনের বিমান বাহিনী সোমবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার জন্য এফ-১৬ ব্যবহার করেছে। প্রথমবারের মতো ইউক্রেনের কোনো কর্মকর্তা এই যুদ্ধবিমান ব্যবহারের কথা নিশ্চিত করেন। যুদ্ধবিমান পাওয়ার পর অবশ্য বড় সাফল্য পেয়েছে ইউক্রেন। সম্প্রতি দেশটির সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ কর বড় একটি অংশ নিজেদের দখলে নিয়েছে।

যদিও রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্রের পাঠানো এফ-১৬ যুদ্ধবিমান যুদ্ধের গতিপথ পাল্টাতে পারবে না। এ ছাড়া যেখানেই এফ-১৬ বিমান দেখা যাবে সেখানেই এগুলো ভূপাতিত করা হবে বলে হুমকি দিয়েছে রুশ বাহিনী।