আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটিয়ে ২০২১ সালের ১৫ আগস্ট পুনরায় নিজেদের শাসন প্রতিষ্ঠা করে তালেবান।
এর মাধ্যমে আফগানিস্তানে শেষ হয় যুক্তরাষ্ট্রের ২০ বছরের কথিত অভিযান।
বিষয়টি নিয়ে সোমবার নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।
তিনি বলেছেন, আফগানিস্তানের ব্যর্থতা থেকে কোনো শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র।
এ ব্যাপারে মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, কাবুল আন্দোলন (দখল) যুক্তরাষ্ট্রের বিদেশী গণতন্ত্রীকরণের ব্যর্থতার বিষয়টি প্রকাশ করে। সকল দেশের গণতন্ত্রের পথ দিয়ে শুধুমাত্র সেই দেশের নাগরিকরাই চলতে পারে, সেই দেশের জাতীয় অবস্থা বুঝে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ২০ বছর আফগানিস্তান দখল করে রেখেছে শুধুমাত্র সবকিছু রেখে পালিয়ে যাওয়ার জন্য।
তিনি আরও বলেন, স্নায়ু যুদ্ধ শেষ হওয়ার পর, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে আক্রমণ করেছে এবং তাদের নিজস্ব স্বার্থের জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে, বিশ্বের সব মানুষ এর বিরোধীতা করে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ব্যর্থ হয়েছে, কিন্তু এটি তাদের কোনো শিক্ষা দেয়নি।
এদিকে গত বছর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় তারা আফগানিস্তান থেকে নিজেদের সব সেনাদের প্রত্যাহার করে নেবে। এ ঘোষণার পরপরই কাবুল দখল করতে বড় ধরনের অভিযান চালানো শুরু করে তালেবান। কয়েকদিনের মধ্যেই তারা কাবুল দখল করে এবং প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যান।
সূত্র: তাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।