আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এড়িয়ে যাওয়া হয়েছে গাজায় গণহত্যার তথ্য। সোমবার (২২ এপ্রিল) প্রতিবেদনটি প্রকাশের পর এমন অভিযোগ বিভিন্ন মহলের। খবর বিভিন্ন গণমাধ্যমের।
প্রতিবেদনে ১০৩ পৃষ্ঠায় উল্লেখ করা হয় গাজায় ইসরায়েলি বাহিনীর নিপীড়নের কথা। যার মধ্যে রয়েছে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, নির্বিচার আটক এবং ধর্ষণের মতো অপরাধ। তবে এড়িয়ে যাওয়া হয়েছে গণহত্যাসহ অন্যান্য যুদ্ধাপরাধগুলো। এ নিয়ে সমালোচনায় মুখর বিভিন্ন গণমাধ্যম।
পররাষ্ট্র বিভাগের ব্রিফিংয়েও ওঠে একই প্রশ্ন। তবে বিষয়টি সঠিক নয় বরং বরাবরই গাজার মানবাধিকার ইস্যুতে সোচ্চার যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে, ‘ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও’ (ডিএডব্লিউএন) বলেছে, মার্কিন পররাষ্ট্র দফতরের করা মানবাধিকার প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলি বাহিনীর নির্মম ও বেআইনি হত্যার ঘটনা। এছাড়া জোরপূর্বক গুম, নির্যাতন এবং নির্বিচারে সাংবাদিকদের গ্রেফতারের বিষয়ও উল্লেখ করা হয়েছে সেখানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।