Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home যুক্তরাষ্ট্রে বসবাসরত ৬০ হাজার সেন্ট্রাল নাগরিকের সুরক্ষা বহালের নির্দেশ আদালতের
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বসবাসরত ৬০ হাজার সেন্ট্রাল নাগরিকের সুরক্ষা বহালের নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্কSaiful IslamAugust 2, 20252 Mins Read
Advertisement

যুক্তরাষ্ট্রে বসবাসরত সেন্ট্রাল আমেরিকা ও নেপালের প্রায় ৬০ হাজার অভিবাসীর অস্থায়ী সুরক্ষা (টেম্পরারি প্রটেক্ট স্টাটাস-টিপিএস) প্রত্যাহারের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করে বহালের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার, ক্যালিফোর্নিয়ার ইউএস ডিস্ট্রিক্ট জজ ট্রিনা এল থম্পসন এই আদেশ দেন। তার ভাষায়, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি ছিল পক্ষপাতদুষ্ট এবং দেশগুলোর বাস্তব পরিস্থিতির নিরপেক্ষ মূল্যায়ন ছাড়াই নেওয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, টিপিএস এর আওতায় থাকা ব্যক্তিদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো যাবে না এবং তারা যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পাবেন।

২০২৫ সালের ৫ আগস্টের মধ্যে প্রায় ৭ হাজার নেপালি নাগরিক এবং সেপ্টেম্বরের ৮ তারিখের মধ্যে ৫১ হাজার হন্ডুরান ও প্রায় ৩ হাজার নিকারাগুয়ান নাগরিককে দেশত্যাগ করতে বলা হয়েছিল। অবশ্য বিচারক থম্পসনের আদেশ অনুযায়ী এই সুরক্ষা বলবৎ থাকবে মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ১৮ নভেম্বর।

থম্পসন তার আদেশে বলেন, নেপাল, হন্ডুরাস ও নিকারাগুয়া থেকে আগতদের টিপিএস বাতিল হলে তারা চাকরি, স্বাস্থ্য বীমা হারানোর পাশাপাশি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এমন দেশে ফেরত পাঠানো হবে যেখানে তাদের কোনো সামাজিক ভিত্তি নেই। তিনি আরও জানান, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ক্ষতি ডেকে আনতে পারে। বিচারক আরও বলেন, অভিবাসীদের বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তগুলো ট্রাম্পের প্রচারণা ও বর্ণবিদ্বেষমূলক মনোভাব দ্বারা প্রভাবিত ছিল। তিনি বলেন, শুধুমাত্র বর্ণ, নাম বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে দেশত্যাগে বাধ্য করা মানবাধিকার লঙ্ঘনের শামিল।

নেপাল, হন্ডুরাস ও নিকারাগুয়া সরকারের পক্ষ থেকেও আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী জাভিয়ার বুএ সোটো এক্সের পোস্টে জানান, এই রায় প্রমাণ করে যে, আবেদনকারীরা শুধু নিরাপদে ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার চাইছে। নিকারাগুয়ায় বর্তমানে দমনমূলক সরকারব্যবস্থার কারণে হাজার হাজার মানুষ দেশ ছেড়েছে। রাজনৈতিক বিরোধীদের দমন করে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা দেশটির সব প্রতিষ্ঠান নিজের নিয়ন্ত্রণে এনেছেন। জাতিসংঘের একটি প্যানেলও ফেব্রুয়ারিতে সতর্ক করে বলেছিল, দেশটিতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।

এই মামলার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের আরও কিছু টিপিএস বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ইতোমধ্যে ভেনেজুয়েলা, হাইতি, ইউক্রেন, আফগানিস্তান ও ক্যামেরুনের নাগরিকদের সুরক্ষাও খর্ব করা হয়েছে, যার কিছু নিয়ে মামলা চলছে। ন্যাশনাল টিপিএস অ্যালায়েন্সের আইনজীবীরা বলছেন, প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর প্রবাসীদের দেশ ছাড়ার জন্য প্রায় এক বছর সময় দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে মাত্র দুই মাস সময় দিয়েছিল সরকার, যা অমানবিক। এই আদেশ ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আইনি জয় হিসেবে বিবেচিত হচ্ছে। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে টিপিএস ভুক্ত অভিবাসীরা আপাতত স্বস্তিতে থাকতে পারবেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৬০ amerika immigration Central American migrants honduras immigrant Nepal immigrants nepal nagorik nibas onumoti news temporary protected status TPS USA Trump immigration policy trumpo nirdesh US immigration ruling অভিবাসী সুরক্ষা আদালতের আন্তর্জাতিক টিপিএস আদালতের রায় নাগরিকের নির্দেশ নেপালি অভিবাসী বসবাসরত বহালের যুক্তরাষ্ট্র অভিবাসন যুক্তরাষ্ট্রে সুরক্ষা সেন্ট্রাল হন্ডুরাস নাগরিক হাজার
Related Posts
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ১৫ হাজার পুলিশ মোতায়েন

December 23, 2025
Elon Musk

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হচ্ছেন ইলন মাস্ক

December 23, 2025
স্বর্ণের খনির সন্ধান

চীনের সমুদ্রতলে এশিয়ার বৃহত্তম সোনার খনির সন্ধান

December 23, 2025
Latest News
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ১৫ হাজার পুলিশ মোতায়েন

Elon Musk

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হচ্ছেন ইলন মাস্ক

স্বর্ণের খনির সন্ধান

চীনের সমুদ্রতলে এশিয়ার বৃহত্তম সোনার খনির সন্ধান

বার্বাডোজ থ্রেডস্নেক

বিশ্বের সবচেয়ে ছোট সাপ ২০ বছর পর আবারও ফিরে এলো

ঈসমাইল বাকাঈ

মিসাইল নিয়ে কোনো আলোচনায় নয় : ইরান

মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানে

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

প্রতিবাদ সমাবেশ

প্যারিসে হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে সমাবেশ

মারা গেছেন

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান মারা গেছেন

তৃতীয় সন্তান

তৃতীয় সন্তান হলে ১২ লাখ টাকা বোনাস, সঙ্গে মিলবে এক বছরের বেতনসহ ছুটি

গর্ভবতী

বিয়ের পর টানা ১০ বছর গর্ভবতী ছিলেন তরুণী, এবার থামতে চান

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.