বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : কিশোরদের গোপনীয়তা লঙ্ঘন করেছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। এজন্য শুক্রবার (২ আগস্ট) এর বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন বিচার বিভাগ।
মার্কিন সরকারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বিশ্বে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মামলা করেছে। দেশটির দাবি, টিকটক অবৈধভাবে যুক্তরাষ্ট্রের ডেটা সংগ্রহ করছে। এতে বাড়ছে মার্কিনদের ঝুঁকি।
যুক্তরাষ্ট্রের দাবি, টিকটক চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট লঙ্ঘন করছে। যাতে ১৩ বছরের কম বয়সি শিশু ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে বাবা-মায়ের সম্মতি নেয়া প্রয়োজন আছে এমন পরিষেবার কথা উল্লেখ রয়েছে।
কিশোরদের ব্যক্তিগত তথ্য লঙ্ঘনের জন্য টিকটকের কাছে ৫১ হাজার ৭৪৪ ডলার জরিমানা চেয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি টিকটক।
এর আগে মঙ্গলবার (৭ মে) যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন অ্যাপটি বন্ধে পাস হওয়া আইনের চ্যালেঞ্জ করে চীন দেশটির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। টিকটক জানায়, এটি নিষিদ্ধ করার ফলে যুক্তরাষ্ট্রের ১৭ কোটি ব্যবহারকারীর বাকস্বাধীনতা গুরুতরভাবে খর্ব হবে।
তবে এ বিষয়ে মার্কিন প্রশাসন জানায়, টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের গোপন তথ্য চীনাদের কাছে চলে যাচ্ছে এমন শঙ্কায় অ্যাপটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।