আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ড্রোন তৈরিতে সহায়তার অভিযোগে চারটি দেশের ১০টি সংস্থা এবং চার ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ড্রোন তৈরিতে সহায়তার অভিযোগে ইরান, মালয়েশিয়া, হংকং এবং ইন্দোনেশিয়া-ভিত্তিক ১০টি সংস্থা এবং চার ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ট্রেজারি বিভাগ বলছে, নিষেধাজ্ঞা আওতায় আসা এই নেটওয়ার্কটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের এরোস্পেস ফোর্সকে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এবং এর ড্রোন প্রোগ্রামের জন্য লাখ লাখ ডলার মূল্যের উপাদান সংগ্রহে সহায়তা করছে।
মার্কিন আন্ডার সেক্রেটারি ফর টেররিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেছেন, ইরানে অবৈধভাবে উৎপাদিত ভয়ংকর ইউএভি (মানুষবিহীন আকাশযান) মধ্যপ্রাচ্য এবং রাশিয়ায় পাঠানো হচ্ছে, যা উত্তেজনা বাড়াচ্ছে এবং দ্বন্দ্ব দীর্ঘায়িত করছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইউক্রেনে ব্যবহারের জন্য তেহরানের বিরুদ্ধে রাশিয়াকে এ ধরনের অস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে ওয়াশিংটন। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।