আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সিনেটের রিপাবলিকানরা ইউক্রেন ও ইসরাইলের যুদ্ধকালীন সহায়তা প্যাকেটের আগাম ১১০ বিলিয়ন ডলার আটকে দিয়েছে। মার্কিন সীমান্তত নীতি পরিবর্তনের ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে।
বুধবার সিনেটে ৪৯-৫১ ভোটে সহায়তা প্রস্তাবটি আটকে যায়। প্রস্তাবটি পাস হতে সিনেটের ৬০ ভোটের প্রয়োজন ছিল। মার্কিন কংগ্রেস ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক সহায়তা হিসেবে কোটি কোটি ডলারের প্রস্তাব আটকে দেয়ায় জো বাইডেন ‘বিস্ময়’ প্রকাশ করার কয়েক ঘণ্টা পর সিনেটে এ ঘটনা ঘটল। বাইডেন এই পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এর ফলে কিয়েভে ভয়াবহ পরিণত ঘটতে পারে এবং তা হতে পারে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের জন্য একটি ‘উপহার।’
হোয়াইট হাউসে বক্তব্য রাখতে গিয়ে বাইডেন বলেন, রিপাবলিকানরা সহায়তা প্যাকেজে ভোট দেয়ার শর্ত হিসেবে সীমান্ত নীতির কথা বলছে। তারা আসলে আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে সঙ্ঘাতের পথ বেছে নিয়েছে।
বাইডেন ইউক্রেন, ইসরাইল এবং অন্য কয়েকটি দেশের জন্য প্রায় ১০৬ বিলিয়ন ডলারের তহবিল বরাদ্দ করতে চাচ্ছেন। কিন্তু ক্যাপিটল হিলের কাছ থেকে এ ব্যাপারে প্রবল বাধার মুখে পড়েছেন।
সূত্র : টাইমস অব ইসরাইল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।