জাতিসংঘে রাইসির শ্রদ্ধানুষ্ঠান বর্জন করবে যুক্তরাষ্ট্র

জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি শ্রদ্ধা জানাতে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে রাজি নয় যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ

চলতি মাসের শুরুর দিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসি। কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি দায়িত্বরত অবস্থায় মারা যান, তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকেন।

জাতিসংঘে অনুষ্ঠানে রাইসিকে স্মরণ করে বিভিন্ন দেশের প্রতিনিধির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, কোনোভাবেই আমরা এ আয়োজনে অংশ নেব না।

এর আগে এ ধরনের অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের বর্জন করার কোনো খবর জানা যায়নি। নিউইয়র্কে জাতিসংঘের ইরানি মিশন এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তার কাজ শেষ করার নির্দেশ

কট্টরপন্থী রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। ১৯ মে দেশটির আজারবাইজান সীমান্তের কাছে পার্বত্য এলাকায় তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সূত্র: রয়টার্স।