জুমবাংলা ডেস্ক : “আইনশৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে এই ভিসা নীতি ‘অ্যাপ্লাই’ করা হয়েছে, তার তালিকা পাওয়া যায়নি,” বলেন তিনি।
ভোটের আগে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র যে নতুন ভিসা নীতির প্রয়োগ শুরু করেছে, তার প্রভাব পুলিশের কাজে পড়বে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।
তিনি রোববার দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, “আমরা মনে করি, পুলিশ বাহিনী আইনের মধ্যে থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে থাকে; ইতিপূর্বেও করেছে, ভবিষ্যতেও করবে। সুতরাং এই ভিসা নীতিতে আমাদের কাজের গতি কোনোক্রমে থেমে যাবে না বলে আমরা বিশ্বাস করি।”
বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে যারা বাধা হবে, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ন্ত্রণ করতে নতুন ভিসা নীতি প্রণয়ন হয়েছে।
উপকমিশনার ফারুক বলেন, “বাংলাদেশ পুলিশে দুই লাখের কিছু বেশি সদস্য আছেন। এদের মধ্যে খুবই নগণ্য সদস্য হয়ত আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন বা তাদের ছেলেমেয়েদের পাঠানোর চিন্তা করেন। ফলে এই নীতি পুলিশের সদস্যদের উপর প্রভাব পড়ার সুযোগ নেই।”
আইনশৃঙ্খলা বাহিনীর উপরও ভিসা নীতি প্রয়োগ হচ্ছে বলে জেনেছেন জানিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে এই ভিসা নীতি ‘অ্যাপ্লাই’ করা হয়েছে, তার তালিকা পাওয়া যায়নি।”
সেখানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বা অন্য বাহিনীর সদস্য থাকতে পারে বলে মনে করেন উপ কমিশনার ফারুক।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশ আইনের মধ্য থেকে কাজ করে। নির্বাচনে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ করে থাকে। এখানে নিরাপত্তার বিষয়টি দেখা হয়। আমাদের উপরে আইনগত যে দায়িত্ব থাকবে, নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব পালনের কথা বলা হবে- সে দায়িত্ব আমরা পালন করে যাব। সেক্ষেত্রে আমরা মনে করি না- ভিসা নীতি আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো অন্তরায় হয়ে থাকবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।