আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও ইরানপন্থী লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদেরকে সতর্ক করে বলা হয়েছে, গাজা যুদ্ধে জড়িত হয়ে যদি তারা সঙ্ঘাত বাড়ায়, তবে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হবে।
মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সূত্রে কাতারভিত্তিক সংবাদপত্র আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন এই অঞ্চলে তাদের অংশীদারদের মাধ্যমে ইরান ও হিজবুল্লাহর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে।
যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী গোষ্ঠীগুলোকে মধ্যপ্রাচ্যে স্থানান্তরিত করেছে। কারণ, প্রেসিডেন্ট জো বিডেন ও প্রশাসনের অন্যরা আঞ্চলিক অভিনেতাদের গাজা যুদ্ধ থেকে দূরে থাকার জন্য বারবার সতর্ক করেছেন।
সূত্র : নিউ ইয়র্ক টাইমস/আলজাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।