বলিউডে পা রাখছেন আমেরিকান পপ তারকা

আমেরিকান পপ তারকা

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী এড শিরানকে খুব শিগগিরই দেখা যাবে বলিউডে। সম্প্রতি ভারত সফরে এসে এমনই ইতিবাচক সাড়া দিয়েছেন ‘ডারলিং ইউ লুক পারফেক্ট টোনাইট’ গান খ্যাত আমেরিকান এ পপ তারকা।

আমেরিকান পপ তারকা

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (১২ মার্চ) ভারতে পৌঁছান আমেরিকান গায়ক এড শিরান। মঙ্গলবার (১২ মার্চ) ভারতে পৌঁছান আমেরিকান গায়ক এড শিরান। ছবি: সংগৃহীত

ভক্ত আর মিডিয়ার ভিড় এড়াতে আগে থেকে কিছুই জানাতে চাননি এড। তবে ভারতের মাটিতে পা রেখেই ভক্তদের উদ্দেশে একটি ইনস্টা রিল পোস্ট করেন এড। যেখানে দেখা যাচ্ছে, ভারতের মুম্বাইয়ে এসে প্রথমেই একটি স্কুলে যান গায়ক। শিশুদের সঙ্গে মেতে ওটেন গিটার আর গানের সুরে।

এক সাক্ষাৎকারে এড জানিয়েছেন, ভারত দেশটিকে ভীষণ ভালো লাগে এডের। এদেশের খাবার, ঐতিহ্য, সংস্কৃতি সবই তাকে বেশ টানে। বলিউড সিনেমাও দেখেন এ গায়ক।

বলিউডে কাজ করার ইচ্ছা রয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে এড ইতিবাচক সাড়া দিয়ে বলেন, বলিউডের সব আপডেট খবর রাখতে চেষ্টা করি। আমি সত্যি এখানে কাজ করতে চাই। সিনেমার জন্য গানও তৈরি করতে চাই। এ সপ্তাহেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা সেরে ফেলব।

৩৩ বছর বয়সি এড আরও বলেন, আমি জানতাম এখানে আমার অনেক ভক্ত আছেন। ভারতে এসে এবার নিজ চোখে তা দেখলাম। ভক্তদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। চলতি পুরো সপ্তাহ আমি ভারতেই আছি। সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে, ভবিষ্যতে ভারতই আমার সবচেয়ে বড় বাজার হতে চলেছে।

যেখানে বিনিয়োগে টাকাও নিরাপদ থাকে, মুনাফাও পাওয়া যাচ্ছে ব্যাংকের চেয়ে বেশি

উল্লেখ্য, বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া এড শিরানের কয়েকটি উল্লেখযোগ্য গান হলো: হার্ট ডোন্ট ব্রেক, থিংকিং আউট লাউড, ফটোগ্রাফ, শিভারস, বেড হ্যাভিট, শেপ অফ ইউ, পারফেক্ট ইত্যাদি।