যুক্তরাষ্ট্রে বিমান ও হেলিকপ্টার সংঘর্ষ, যত জনের লাশ উদ্ধার

biman

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের কাছে রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরে অবতরণের সময় মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

biman

সংঘর্ষের যাত্রবাহী বিমানটি পাশেই পোটোম্যাক নদীতে পড়ে যায়। ৬৪ জন আরোহীর সবার মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হেলিকপ্টারের ৩ সেনা নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। দুর্ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু হয়।

The 5 Best Android Phones: আপনার কোনটি জন্য সেরা জানুন

সিএনএন জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৫৩৪২, বিমানটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন এবং এটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়েছিল। রিগান জাতীয় বিমানবন্দরে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করা হয়েছে।