ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে’ দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সশস্ত্র মিলিশিয়া বাহিনী বিভিন্ন চেকপোস্টে গাড়ি থামিয়ে আমেরিকানদের খুঁজছে, এমন আশঙ্কায় এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার এই সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মন্ত্রণালয়ের এক নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, ‘ভেনেজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির।’
এক সপ্তাহ আগে মার্কিন বাহিনীর এক ঝটিকা অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকে সেখানে এই উত্তেজনার সৃষ্টি হয়।
সতর্কবার্তায় আরও বলা হয়, ‘যেহেতু আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে, তাই ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে চলে আসা উচিত।’
সেখানে ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া বাহিনী রাস্তায় রাস্তায় গাড়ি তল্লাশি করছে। তারা মূলত আমেরিকান নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো প্রমাণ আছে কিনা তা খুঁজে দেখছে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


